বনবীথি পার্ক বা বনবীথি পিকনিক গার্ডেন খুবি সুন্দর একটি পার্ক। এখানের শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মত। এ পার্কটি খুবি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে পিলাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এই পার্কটি তত্বাবধানে আছে হাবড়া পৌরসভা।
Banabithi Park or Banabithi Picnic Garden is a very beautiful park. The serene environment and natural beauty of the place is eye-catching. The park is very clean and the use of plastic is prohibited here. This park is under the supervision of Habra Municipality.
০৮ এপ্রিল ২০০৮ সালে মাননীয় মন্ত্রী অশোক ভট্টাচার্য বনবীথি পার্কটি উদ্বোধন করেন ।
এই পার্কটিতে রয়েছে বিভিন্ন রকমের ছোট বড় গাছ যার ছায়ায় আপনি মন ভরে শ্বাস নিতে পারবেন এবং আপনার সকল ক্লান্তি দূর হবে।
Hon'ble Minister Ashok Bhattacharya inaugurated the Banabithi Park on 07 April 2008.
The park has a variety of small and large trees in the shade of which you can breathe and all your fatigue will be gone.
পার্কটিতে ঢুকলেই রাস্তার দুই পাশ দিয়ে দেখতে পাবেন অনেক একোরিয়াম যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির খুব সুন্দর সুন্দর মাছ যা আপনার নজর কাড়বে।
পার্কের মধ্যে রয়েছে বিশাল ফুলের বাগান, যা সর্বদা ফুলের সুবাশে মুখরিত।
As soon as you enter the park, you will see many aquariums on both sides of the road, which contain many beautiful fish of different species that will catch your eye.
The park has a huge flower garden, which is always full of flowers.
বনবীথি পার্কটি বিশেষ করে বাচ্চাদের জন্য খুবি উপোযগি। বাচ্চাদের আনন্দের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাউড বিভিন্ন রকমের মুওি, দোলনা, স্লিপ সহ অনেক কিছু।
Banabithi Park is very useful especially for children. There are many different types of rods, different types of movies, cradles, slips for kids to enjoy.
এই পার্কটির অন্যতম আর একটি আকর্ষণ পাখি শালা যেখানে রয়েছ বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পাখি। পাখির কলোতানে মুখরিত থাকে এই স্থান যা এক মূহুর্তে আপনার মন ভালে করে দেবে।
এই পার্কে রয়েছে বিশাল আকারের একটি পুকুর/ লেক যার চার পাশ থেকে রয়েছে বসার জায়গা।
Another attraction of this park is the bird sanctuary where there are a variety of beautiful birds. This place is full of bird's call which will make your mind feel good in a moment.
The park has a huge pond / lake with seating on all four sides.
আপনিকি আপনার পরিবার বা প্রিয় মানুষ টার সঙ্গে একটু সময় কাটাতে চান তবে আজি চলে আসুন বনবীথি পার্কে।
এই পার্কে পিকনিক করার জন্য ১৫ টি পিকনিক স্পট রয়েছে। যার ভাড়া ১০০০ টাকা (২৫ জন এর অধিক ৫ টাকা করে প্রতিজনের জন্য) । প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ আপনি ৩০০ টাকা খরচ করে রুম ভাড়া করে মদ্যপান করতে পারেন।
If you want to spend some time with your family or loved ones, come to Banabithi Park today.
There are 15 picnic spots in this park. The rent is 1000 rupees (25 people plus 5 rupees per person). Public drinking is prohibited You can rent a room and drink alcohol for 300 rupees.
পার্ক খোলার সময়:- শিতকাল সকাল ১০:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা
গৃষ্মকাল সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ টা
প্রবেশ মূল্য ২০ টাকা।
কিভাবে যাবেন :- হাবড়া স্টেশন এ নেমে বেল ঘডিয়ার অটোটে উটলে ১৫ মিনিট ভ্রমন করলেই আপনি পৌছে যাবেন বনবীথি পার্কে।
Park opening hours: - Winter from 10:00 am to 05:00 pm
Summer from 10:00 a.m. to 6:00 p.m.
Entrance fee is 20 rupees.
How to get there: - You can reach Banabithi Park in 15 minutes by getting off at Habra Station and taking the BellGharia Auto.
এখন কী পার্ক টা খোলা আছে?
ReplyDeleteDecember 1st thaka khulba
ReplyDelete