Nice Park, Debok, Naihati, North 24 Parganas

নৌহাটিতে যে পার্কগুলো রয়েছে তার মধ্যে নাইস পার্ক (  Nice Park)  অন্যতম।  এই পার্কটি প্রতিস্থীত হয় ২০ ডিসেম্বর ২০২০ সালে।  এই পার্কটি খুবি সুন্দর ও নিখুঁত ভাবে সাজানো। নাইস পার্কের ( Nice Park)   সোন্দর্য যেকারোই মণ কাড়বে। পুরো পার্ক টিকেই আধুনিক ভাবে সাজানো হয়েছে। 



পার্কে প্রবেশ করলেই আপনারা পিকনিক স্পট দেখতে পাবেন।  এখানে মোট ৬ টি পিকনিক স্পট রয়েছে। পিকনিক স্পট এর ভাড়া ২০০০ টাকা এবং প্রত্যেক জনকে ৫০ টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে। রান্নার লোকের প্রবেশ ফ্রি এবং ৬ বছর নিচে বাচ্চাদের জন্য ও প্রবেশ ফ্রি। 

ভূত বাংলো ( Haunted House) : পার্কের বিশেষ আকর্ষণ  যার প্রবেশ মুল্য ৫০ টাকা। 

বাহুবলির সেট : পার্কের অন্যতম আর্কষণ। এখন আর আপনাকে বাহুবলির সেট দেখার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই। আপনি বাহুবলির সেট এ উঠে ছবি ও তুলতে পারেন। 



Game Zoon : বাচ্চাদের আনন্দের জন্য রয়েছে 3D Game এর ব্যবস্তা। বাচ্চারা এখানে কম্পিউটার এ বিভিন্ন রকমের ভারচুয়াল গেম খেলে আানন্দ নিতে পারে। 

Aouarium : একুরিয়াম এ রয়েছে বিভিন্ন প্রজাতির খুব সুন্দর সুন্দর মাছ। যা দেখে আপনার চোখ জুড়াবে। 

 

এছাড়াও নাউস পার্কে রয়েছে ড্রাগন ট্রেন, বোটিং, 7D Chinama,Disco, নাগরদোলা, দোলনা সহ আরো অনেক কিছু। 

পর্কের ভেতরেই রয়েছে খাবার এর দোকান যেখান থেকে আপনার পছন্দ মতো খাবার সংগ্রহ করে আপনার খুদা নিবারণ করতে পারেন। 



 প্রবেশ মূল্য : প্রবেশ মূল্য ৫০ টাকা, ৬ বছর এর থেকে ছোটো বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি। 

পার্ক প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত খোলা থাকে। 

 যোগাযোগ :  ৮২৪০০৫৪০৭৫ / ৯৪৩০২৯৭৯৫৯

কিভাবে যাবেন :শিয়ালদহ থেকে মেইন লাইন ট্রেন ধরে    (শিয়ালদহ - গেদা,  শিয়ালদহ - নৈহাটি, শিয়ালদহ - কল্যানি সীমানা লোকাল) আপনাকে নৈহাটি স্টেশনএ নামতে হবে তারপর অটো বা টোটো ধরলেই পৌঁছে যাবেন দেবক নাইস পার্ক এ।       

   

Post a Comment

My Instagram

Made with by OddThemes | Distributed by Gooyaabi Templates