Gobardanga kali Mondir | Gobardanga kali Bari | প্রসন্নময়ী কালীমন্দির

২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা শহরের কালিবাড়িতে  অবস্থিত প্রসন্নময়ী কালী মায়পর মন্দির। 

এটি খুবি বিখ্যাত ও জনপ্রিয় স্থান। এখানের মা খুবিই জাগ্রত। এখানে পুজা দিলে মনোবাসনা পূর্ণ হয়। পুজোর সময় প্রতিদিন সকাল ৮...১২ ও বিকাল ৫....৭। সন্ধায় মায়ের আরতি হয় ও নানা রকম বাদ্যযন্ত্র বাজান হয়।

Prasannamayi Kali mother temple is located at Kalibari in Gobardanga town of 24 Parganas district.

This is a very famous and popular place. The mother here is very awake. Worship here fills the mind. Pujo is performed every morning at 8 ... 12 and in the afternoon at 5 .... 7. In the evening the mother prays and various musical instruments are played.


    মায়ের পূজা করলে সন্তান লাভ হবে এমন সপ্ননা আদেশ পেয়ে বাড়িতে পুজা শরু করেন গোবরডাঙ্গার জমিদার হেলারাম মুখোপাধ্যায় । 

দেবি কালির প্রসন্নে সন্তান লাভ হওয়ায় হেলারাম ছেলের নাম রাখেন  কালিপ্রসন্ন।

এরপর থেকে বংশের সবার নামের সঙ্গে প্রসন্ন শব্দটি যুক্ত করা হয়।

Helaram, a zamindar of Gobardanga, started worshiping at home after receiving a dream order that he would have children if he worshiped his mother.
Helaram named his son Kaliprasanna as he had a child with the pleasure of Goddess Ma Kali.

From then on, the word Prasanna was added to the names of all the clans.



  হেলারাম মুখোপাধ্যায় সপ্নে দেখা দেবি মূর্তির আদলে মূর্তি স্থাপন করে মন্দির নির্মানের কাজ শরু করেন।  

হেলারাম মুখোপাধ্যায় মন্দির নির্মান কাজ শেষ হওয়ার আগেই পরলোক গমন করেন পরে  মন্দির নির্মানের কাজ শেষ করেন কালিপ্রসন্ন মুখোপাধ্যায়। ১২২৯ বঙ্গাব্দে  প্রতিস্থিত হয় প্রসন্নময়ী কালীমন্দির ও দ্বাদশ শিব মন্দি।  

Helaram started the construction work of the temple by placing the idol in the form of a dream idol in his face.

Helaram passed away before the completion of the construction of the temple at Mukhpaddha and later completed the construction of the temple at Kaliprasanna Mukhpaddha. Prasannamayi Kali Mandir and the 12th Shiva Mandir were established in 1229 BS


মায়ের মূর্তি স্বেত পাথরের তৈরি এবং উচ্চতা ২.৫ ফুট। 

দক্ষিণেরশ্বর কালীমন্দির স্থাপনের ৩৩ বছর পূর্বে এই মন্দির স্থাপন করা হয়। এই মন্দিরের আদলে দক্ষিণেরশ্বর কালি মন্দির স্থাপন করা হয় 

রণী রাশমিন ও শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব স্বং এই মন্দির পরিদর্শন করেছেন। 

The statue of the mother is made of white stone and is 2.5 feet high.
This temple was established 33 years before the establishment of Dakshineshwar Kali Temple. Dakshineswar Kali temple was established in the style of this temple

Rani Rashmoni and Sri Ramakrishna Paramahamsa Dev Swang have visited this temple.

      মাায়ের মন্দির টি দক্ষিন মুুুুখি ও মায়ের মন্দির থেকে ২০০ মিটার দূর থেকে বয়ে চলেছে যমুনা নদী। 

এখানে এখন পশু বলি বন্দ তা স্থানে মধু ত চিনি উৎস্বর্গ করা হয়ে থাকে। 

কিভাবে যাবেনঃ- শিয়ালদাহ বা বোনঁগা যে দিক থেকেই আসেন না কেনো আপনাকে গোবরডাঙ্গা স্টেশনে নেমে অটোটে করে ১০ মিনিটের রাস্তা।

 The river Jamuna flows at a distance of 200 meters from the temple facing the mother and the mother temple.


Honey and sugar are offered here instead of animal sacrifices.

How to get there: - Sealdah or Bonga, whichever way you come, you have to get off gobardanga station and catch Toto 1.8 km


Post a Comment

My Instagram

Made with by OddThemes | Distributed by Gooyaabi Templates