প্রায় ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী এই গোবরডাঙ্গার জমিদার বাড়ি। ৪০০ বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখে এখন ও স্বগর্বে দাঁড়িয়ে। জমিদার বাড়ির গা ঘেঁষে এক সময় বয়ে যেত খর শ্রোতা যমুনা নদী যা এখন গতি হারিয়ে মৃত প্রায়।
This zabindar house of Gobardanga is a witness of about 400 years of history. Holding on to 400 years of tradition and culture, he now stands proudly. the river jamuna, which used to flow near Zamindar's house, used to flow, but now its has lost its speed and is almost dead.
বিস্তারিত ঃ- গোবরডাঙ্গার জমিদার বাড়ির প্রথম জমিদার ছিলেন খেলারাম মুুখার্জি তিনি এই জমিদারী যৌতুক হিসেবে পেয়ে ছিলেন ইছাপুরের জমিদারের কাছ থেক। এর আগে এনাদের বাংলাদেশের যশোরে জমিদারি ছিলো।
জমিদার বংশে জগতপ্রসন্ন মুখপাদ্ধায়, ইন্দ্রপ্রসন্ন মুখপাদ্ধায়, সেজোবাবু, কালীপ্রসন্ন মুখপাদ্ধা এনরা ছিলেন আন্যতম।
Details : - Khelaram Mukherjee was the first zamindar of Gobardanga zamindar house. He got this zamindari as dowry from zamindar of Ichapur. Earlier, they had zamindari in Jessore, Bangladesh.
In the zamindar dynasty, Jagatprasanna Mukhapaddha, Indraprasanna Mukhapaddha, Sejobabu, Kaliprasanna Mukhapaddha were the others.
সেজোবাবু খুবি ভালো শিকারি ছিলেন, তিনি একবার বাঘ শিকার করেছিলে।
কালীপ্রসন্ন মুখপাদ্ধায় কালীবাড়িতে মা প্রসন্নময়ীর মন্দির স্থাপন করে।
গোবরডাঙ্গা জমিদার বাড়ি হাতির জন্য খুবি বিখ্যাত ছিলো। গোবরডাঙ্গার হাতি টাকির লাঠি আর সাতক্ষীরার মাটি খুবি নামকরা ছিল।
Sejobabu was a very good hunter, he once hunted tigers.
Kaliprasanna Mukhapaddhaya set up the temple of mother Prasannamayi at Kalibari.
Gobardanga zamindar's house was very famous for elephants. The elephant Taki stick of Gobardanga and the soil of Satkhira were very famous.
জমিদার বাড়ির ভিতরে একটি পুকুর রয়েছে এবং পুকুরের ঠিক মধ্যে একটি দ্বীপ রয়েছে, যে দ্বীপ কিছু সংখ্যক গাছ ও রয়েছে। সবকিছু মিলিয়ে সেখানে এক অপরূপ সোন্দরর্য আপনি উপভোগ করতে পারবেন।
শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে জমিদার বাড়ির ভাষকার্য গুলি যা আপনার মণ কারড়বে।
There is a pond inside the manor house and there is an island right in the middle of the pond, which also has a number of trees. All in all, there is one amazing beauty you can enjoy.
The language of the zamindar house has been created with the skillful touch of the artist which will captivate your mind