Chakla Dham | Lokenath Dham | চাকলা ধাম | লোকনাথ বাবা চাকলা ধাম | Temple In North 24 Parganas West Benga


রণে বণে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্বরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব। 

জয় বাবা লোকনাথ  

চাকলা ধাম খুবি পবিএ স্থান। চাকলা ধাম এ বাবা লোকনাথ ব্রম্মচারী ১৭৩০ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। বাবা লোকনাথ ১১ বছর বয়সে এইজায়গা ছেড়ে চলে যান। বাবার টানে হাজার হাজার ভক্ত প্রতিটিন ছুটে যায় চাকলা ধাম এ। 

In the forest, in the jungle, where there is danger, remember me, I will save you. 

Joy Baba LoKenath  

Chakla Dham is a very popular place. Baba Loknath Brammachari was born at Chakla Dham in 1830 BS. Baba Loknath left this place at the age of 11. Thousands of devotees rushed to Chakla Dham every day. 


চাকলা ধাম এ তৈরি হয়ছে বাবার বিশাল মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছে প্রায় ৪০ বছর আগে।মন্দিরের ভাষ্কার্য আপনার মন কে আরো ঠাকুরের প্রতি সমার্পন করবে৷ যেকোন দিন এখানে এসে বাবার পুজো দিতে পারেন। বাবা লোকনাথ এর দর্শন করে আপনার জীবনের পাপ মোচন করতে পারেন এবং জীবনের শিক্ষা নিয়ে মুক্তির পানে এগিয়ে যেতে পারেন।                


চাকলা ধাম এ বাবা লোকনাথ এর সঙ্গে বাবা ভোলানাথ, মা পার্বতী, মহাবলি হনুমান সহ আরো অনেকের দর্শন লাভ করতে পারেন। 

A huge father's temple has been built at Chakla Dham. This temple was built about 40 years ago. The sculpture of the temple will dedicate your mind to more deities. You can come here any day and worship your father. By visiting Baba Loknath you can atone for the sins of your life and move forward with the teachings of life.                

Baba Loknath, Baba Bholanath, Mother Parvati, Mahabali Hanuman and many more can be visited at Chakla Dham. 

মন্দিরের ঠিক পেছনে রয়েছে কল্পতরু গাছ যে গাছে ঢিল বাধলে মনোষ কামনা পূর্ণ হয়।  

পূজার সময়ঃ-  পুজার সময় ৯ টা থেকে ১২ পর্যন্ত বাবার পুজো করা হয়ে থাক। সন্ধা বেলায় সন্ধা আরতি ও করা হয়ে থাকে। ১৯ এ জৌষ্ট খুব বড় করে বাবার পুজা করা হয়ে থাকে এইদিন প্রচুর বাবার ভক্তের সমাগম ঘটে টই স্থানে।   
  
পুজার ফুল ও প্রসাদ বা ফল আপনি মন্দিরের বাইরে থেকে কিনতে পারেন। মন্দির চত্বরে আপনাকে অবশ্যই খালি পায়ে প্রবেশ করতে হবে।

  There is an imaginary tree just behind the temple that fulfills the desires of the mind when a rock is planted in the tree.  

Puja time: - Puja is performed from 9 am to 12 noon. In the evening, evening aarti is also done. On the 19th, the father is worshiped in a very big way. On this day, a large number of father's devotees gather at the place.   
  
You can buy puja flowers and prasad or fruits from outside the temple. You must enter the temple premises barefoot.  
এখানে গাড়ি রাখার শুবাবস্থা রয়েছে। ২ চাকা ১০, ৩ চাকা ১৫ ও ৪ চাকা ২০ টাকা। জুতা রাখার ও জায়গা রয়েছে,  মাএ ২ টাকার বিনিময়ে আপনি আপনার জুতা রাখতে পারেন। এখানে গেষ্ট হাউস এর ও ব্যবস্থা রয়েছ।   

There are good parking facilities here. 2 wheels 10, 3 wheels 15 and 4 wheels 20 rupees. There is a place to keep shoes, you can keep your shoes for 2 rupees. There is also a guest house.

পুজো শেষে এখানে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে । 
প্রসাদ পাওয়ার জন্য আগে থেকেই কুপন সংগ্রহ করতে হবে।১২ টার পর আর কুপন দেওয়া হয় না।  এখানে খিসুরি ও রাজভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে।  চাইলে আপনি বসে প্রসাদ গ্রহণ করতে পারেন বা পার্সেল ও নিতে পারেন।     

Prasad is distributed here at the end of the pujo. 
You have to collect the coupon in advance to get the prasad. After 12 o'clock no more coupons are given. Khisuri and Rajbhog Prasad are available here. If you want, you can sit down and accept the prasad or you can also take the parcel.
   
কিভাবে যাবেনঃ-  শিয়ালদাহ বা বোনঁগা যেইদিক থেকেই আসেন না কেনো আপনি মসলন্দপুর, হাবড়া বা বিড়া স্টেশন এ নেমে টোটো বা অটো ধরলেই পৌছে যাবেন চাকলা ধাম বাবা লোকনাথ এর মন্দিরে৷    
How to get there: -   No matter where you come from, Sealdah or Bonanga, you can get off at Maslandpur, Habra or Bira station and catch Toto or Auto to reach Chakla Dham Baba Loknath's temple.    

         

Post a Comment

My Instagram

Made with by OddThemes | Distributed by Gooyaabi Templates