Millennium Science Park Ashoknagar

 অশোকনগরে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে  সহস্রাব্দ বিঙ্গান উদ্যান/ Millennium Science Park অন্যতম। এটি শুধু মাএ একটি পার্ক নয়, পিকনিক স্পট ও বটে। ৪ ষ্ঠা ডিসেম্বর ২০০২ সালে বুদ্ধদেব ভট্টাচার্য এই পার্ক টি উদবোদ্ধন করেন। প্রত্যেক দিন হাজারো  মানুষের ভিড় জমে এই পার্কে। এই পার্কের সৌন্দর্য  দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যা। 

Millennium Science Park is one of the places of interest in Ashoknagar. It's not just a park , it's a picnic spot too. The park was inaugurated on 4th December 2002 by Buddhadev Bhattacharya. Every day thousands of people gather in this park. The beauty of this park is really eye-catching. 


এই পার্কে প্রাকৃতিক পরিবেশের সাঙ্গে রয়েছে কৃত্রিমতার ছোয়াও। এই পার্কটি পরিবারের সঙ্গে বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর উওম স্থান। আপনারা চাইলে এখানে পিকনিক ও করতে পারেন। পিকনিক করার জন্য ও রয়েছে পিকনিক স্পট। 

Along with the natural environment, this park also has a touch of artificiality. This park is a great place to spend time with family or loved ones. You can also have a picnic here if you want. There is also a picnic spot for picnics. 


সহস্রাব্দ বিঙ্গান উদ্যান ৯ বিঘা জমির উপর অবস্থিত । আপনি এখানে মুক্ত বাতাসে প্রাণ খুলে নিশ্বাস নিতে পারবেন ও নিরিবিলি / একান্তে আপনার পরিবার/প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন। 

Millennial Bingan Udyan is located on 9 bighas of land. Here you can breathe in the open air and spend time alone with your family / loved ones. 


পার্কের মধ্যে রয়েছে একটি বিশাল  আাকারের লেক যা সন্ধায় এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে এই সোন্দর্যের সাক্ষী হতে আজি চলে আসুন সহস্রাব্দ বিঙ্গান উদ্যান/Millennium Science Park  এ। এখানে রয়েছে ঝুলন্ত সেতু যাতে উঠলে আপনার মনেও দোলা দিয়ে যাবে।     

There is a large lake in the park which creates an amazing beauty in the evening. Let's witness this beauty today at Millennium Science Park. There is a hanging bridge here so that when you get up, your mind will sway. 


পর্কের মধ্যে রয়েছে ফুলের বাগান যেখানে বিভিন্ন রকমের ফুলে সর্বদা ভরে থাকে। ফুলের সিবাসে সর্বদা মুখরিত থাকে। এখানে রয়েছে পাখিরালয় যেখানে আপনারা বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন। পাখির কন্ঠে সুমোধুর গান শুনার এই সুযোগ হাতছাড়া করবেন না। সাপ সংরক্ষণ কেন্দ্র যার মধ্যে রয়েছে নানা প্রজাতির সাপ যা আপনারা আগে কখন দেখেন নি।   

The park has a flower garden where it is always full of different kinds of flowers. Flower subas are always mukharita. There is an aviary here where you can see different types of birds. Do not miss this opportunity to listen to the melodious songs of birds. Snake Conservation Center which includes various species of snakes that you have never seen before. 


এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের খেলনা। এখানে রয়েছে টয় ট্রেন, ড্রাগন ট্রেন, রোপ ওয়ে, দোলনা, পাখিরালয়, তারকামন্ডল, মিউজিয়াম, মোয়ুর পংখি, বোট রাইড, ভুতের গুহা, কঁচের গোলক ধাধা সহ আরো অনেক কিছু। 

There are a variety of toys for kids. There are toy trains, dragon trains, ropeways, cradles, aviaries, constellations, museums, peacock feathers, boat rides, ghost caves, glass sphere puzzles and much more. 


এখানে গেস্ট রুমের ব্যবস্থা রয়েছে, যার ভাড়া ৩০০০ টাকা। 

পিকনিক স্পট এর ভাড়া   ১২০০,১০০০,৭৫০,৫০০ ( সর্বাধিক ৫০ জন)

পার্কে প্রবেশ মুল্য মাএ ২০ টাকা 

আপনার গাড়ি পার্কিং করার জন্য পার্কের গেটের বাম দিকে রয়েছে পার্কিং যোন।  

পার্ক খোলার সময় সূচিঃ- 

১ লা মার্চ থেকে ৩০ এ নভেম্বর ২ঃ৩০ টা থেকে ৮ টা ( মঙ্গল বার বন্ধ) 

১ লা ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি ১১ টা থেকে ৮ টা 

লক্ষী পুজা, দোল, কালী পুজা পার্ক বন্ধ থাকে। 

কিভাবে যাবেনঃ- আপনি  বঁঁনগা বা শিয়ালদহ যেই দিক থেকে আসেন আপনাকে নামতে হবে হাবড়া বা অশোকনগর স্টেশন এ তারপর বাস, অটো বা টোটো ধরে মাএ ১০ মিনিট এর রাস্তা। 

There is a guest room here, the rent of which is 3000 rupees. 

Picnic Spot Rent 1200,1000,650,500 (Maximum 50 people)

The entrance fee to the park is 20 rupees 

There is a parking zone to the left of the park gate to park your car.  

Park opening time schedule: - 

March 1st to 30th November 2:30 to 6pm (closed Tuesdays) 

1st December to 29th February from 11am to 6pm 

Lakshi Puja, Dol, Kali Puja park are closed. 

How to get there: - Whichever way you come from Bonga or Sealdah, you have to get off at Habra or Ashoknagar station, then take a bus, auto or Toto for 10 minutes. 


          

Post a Comment

My Instagram

Made with by OddThemes | Distributed by Gooyaabi Templates